Wednesday, March 21, 2018

ফেইজবুকের ২০ টি প্রয়োজনীয় লিংক দিলাম - যা ফেইজবুকে সবসময় কাজে লাগে - সবাই দেখুন।

অামি অাপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফেসবুক লিংক নিয়ে হাজির হয়েছি। অাপনাদের ফেসবুক অাইডির জন্য এই লিংক গুলো অনেক গুরুত্বপূর্ণ। অাপনার স্বাদের ফেসবুক অাইডিটির কোনো সমস্যা হলে বা কোনো সাহায্য এর প্রয়োজন হলে এই লিংক গুলো হতে অাপনি সাহায্য পাবেন।
এই পোষ্টে দেওয়া সকল লিংক গুলোই অনেক দরকারি তাই লিংক গুলো অাপনারা নোটপ্যাড এ Save করে রাখবেন। যদি কারো কাছে এই লিংক গুলো ইতিমধ্যে থেখে থাখে তাহলে প্লিজ খারাপ কোনো কমেন্ট করবেন না।যারা জানেন না তাদের জন্যই এই পোষ্টটি। তো অার কথা না বলে সরাসরি মুল কাজে চলে যাওয়া যাক…
প্রথমেই কিছু শর্টকাট লিংক দিচ্ছি

  • Facebook Account Name Change Link (1)
  • Facebook Account Name Change Link (2)
  • Facebook Account Name Change Link (3)
  • Date Of Birth Change
  • Facebook Account Username Change
  • Password Change
  • Two Step Authentication
  • Recover Your Facebook Account
  • Deactive Account
  • Delete Account (Permanent Delete)

  • অাপনার Identity কনফার্ম করতে নিচের লিংক গুলো ব্যবহার করতে পারেন। অনেক গুলো লিংক দিলাম। সবগুলোই দরকারি লিংক।
    ১ম লিংকঃ Identity Confirm Link (1)
    ২য় লিংকঃ Identity Confirm Link (2)
    ৩য় লিংকঃ Identity Confirm Link (3)
    ৪র্থ লিংকঃ Identity Confirm Link (4)
    ৫ম লিংকঃ Identity Confirm Link (5)
    ৬ষ্ঠ লিংকঃ Identity Confirm Link (6)
    অাইডি কার্ড দিয়ে Identity কনফার্ম করার উপায়

  • প্রথমে অাপনার ফেসবুক অাইডিতে লগইন করুন।
  • তারপরে অাপনার অাইডি কার্ড এখানে সাবমিট করুনSubmit Here

  • ডিসেবল অাইডি সাবমিট করার জন্য অারো কিছু লিংক
    প্রথম লিংকঃ Disable Id Submit Link (1)
    দ্বিতীয় লিংকঃ Disable Id Submit Link (2)
    তৃতীয় লিংকঃ Disable Id Submit Link (3)
    অপশলান ইনফরমেশন যা লিখবেনঃ Dear sir, Please be inform you that, someone report my Account. So your authority was disable My Account. And as your requirement to i send My ID.So, here is my [National ID/Passport/License etc] & as soon as possible recover my account & open it. Thank You 
    সবশেষে অামি অারো একটি স্পেশাল লিংক দিচ্ছি। এই লিংকের মাধ্যমে অাপনি অাপনার ডিজেবল ফেসবুক অাইডিটি খুব সহযেই ফিরে পেতে পারেন। এই লিংকে অাপনি অাপনার অাইডির Email or Mobile Number এবং অাপনার অাইডির ফুল নাম লিখে সাবমিট করলে অাপনার ফেসবুক অাইডিটা ২৪ঘন্ঠার মধ্যে এক্টিব হয়ে যাবে। এই লিংকে অাপনার অাইডি সাবমিট করলে অালাদা কোনো NiD কার্ডের দরকার হবেনা। কিন্তু এই লিংকের মাধ্যমে সব অাইডি ঠিক নাও হতে পারে। অামার ৩টা অাইডি ঠিক হয়েছে।তাই অামি লিংকটা শেয়ার করতেছি।
    বন্ধুরা এই পদ্ধতিতে অাইডি ফিরে পেতে প্রথমে এই লিংকে প্রবেশ করুন।তারপরে নিচের স্কিন শর্টের মতো দুটো অপশন পাবেন। সেখানে প্রথম বক্সে অাপনার অাইডির Email Or Mobile Number দিন এবং পরের বক্সে অাপনার অাইডির Full Name লিখে Send অপশনে ক্লিক করে ২৪-৪৮ঘন্ঠা অপেক্ষা করুন। অাইডি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
    তো বন্ধুরা এই ছিলো অাজকের পোষ্ট। অাশা করি ভালো লাগছে। যদি কোনো লিংকে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। কিন্তু দয়াকরে কেও খারাপ কমেন্ট করবেন না।

    Read More

    Sunday, March 4, 2018

    হাতের লেখা সুন্দর করার উপায়।

    হাতের লেখা ‘সুন্দর’ বা ভালো করা মোটেও কোন কঠিন কাজ নয়। হাতের লেখা ‘সুন্দর’ করতে মূলতঃ যে তিনটি বিষয় প্রয়োজন সেগুলো হলো:


    ১.‘সুন্দর’ করে লেখার বিষয়ে নিজের আগ্রহ বা ইচ্ছে থাকা,
    ২. হাতের লেখা ‘সুন্দর’ করার সঠিক ও সহজ কৌশল বা উপায় জানা, ও
    ৩. নিয়মিত হাতের লেখার চর্চা করা।
    হাতের লেখার মাধ্যমে বোঝা যায়, মানুষের মনোযোগ, স্থিরতা ও চিন্তা করার ক্ষমতা। ‘সুন্দর’ হাতের লেখার প্রশংসা সবাই করে। আর হাতের লেখা ‘সুন্দর’ হলে পরীক্ষায়ও ভালো নম্বর পাওয়া যায়।
    নীচের পরামর্শগুলো অনুসরণ করলে হাতের লেখা অবশ্যই ‘সুন্দর’ হবে।


    ± প্রতিটি অক্ষর বা বর্ণ স্পস্ট হতে হবে, যাতে আলাদা-আলাদা ভাবে বোঝা যায় যে, ঠিক কোন অক্ষর লেখা হয়েছে। বাংলা লেখার ক্ষেত্রে, মাত্রার সঠিক ব্যবহার করতে হবে। ইংরেজির ক্ষেত্রে ‘ক্যপিটাল’ ও ‘স্মল’ লেটার সঠিকভাবে লিখতে হবে।
    ± লেখার স্টাইল বা ধরণ (যেমন, সোজা/খাড়া বা বাঁকা/কাত) যে রকমই হোক না কেন, অক্ষরগুলোর আকার ও আকৃতি একই রকম হতে হবে। অক্ষর ছোট-বড় বা মোটা-চিকন করা যাবে না।
    ±এমন কিছু অক্ষর আছে যেগুলো সঠিকভাবে লিখতে পারলে অন্য অনেক অক্ষরও ভালোভাবে লেখা যায়। যেমন, ‘ব’ সুন্দর করে লিখতে পারলে আরো লেখা যায় ‘ক’ ‘র’ ‘ধ’ ‘ঝ’ বা ‘ঋ’। আবার কিছু অক্ষর-এর অংশ বিশেষ ব্যবহার করা যায় অন্য অক্ষর-এর মধ্যে।
    ± শব্দ লেখার ক্ষত্রে, অক্ষরগুলোর মধ্যে কম কিন্তু সমান দূরত্ব রাখতে হবে। প্রতিটি শব্দের মধ্যে কমপক্ষে একটি অক্ষরের পরিমাণ দূরত্ব থাকতে হবে।
    ± অবশ্যই লাইন সোজা হতে হবে। লাইন সোজা করতে শুরুতে দাগ টানা খাতায় লেখা চর্চা করা যেতে পারে।
    ± লেখার কগজের বামে, ডানে, উপরে ও নীচে সঠিক মার্জিন রাখতে হবে। প্রয়োজনে, ভাঁজ করা অথবা দাগ টেনে নেওয়া যেতে পারে।
    ± কোনো শব্দ বা লাইন ভুল হলে তা এক দাগে কেটে দিতে হবে। বেশী কাটাকাটি করা যাবে না।
    ± দাঁড়ি, কমা, সেমিকোলন, ‘আ’কার-‘ই’কার ইত্যাদি ছোট ছোট অংশের প্রতি নজর দিতে হবে। বিন্দু বা গোল চিহ্ন-গুলো সঠিকভাবে গোল করতে হবে।   

     সংগৃহীত
    Read More