Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Sunday, April 8, 2018

পুরাতন মোবাইল কিনবেন - তার আগে জেনে নিন।


সবাই কেমন আছেন ।

 আল্লাহ্‌র রহমতে
আশা করি ভালো আছেন ।
 

আজ আলোচনার বিষয় —–


মোবাইল কেনার সময় কিভাবে ফোনটির CPU এবং আরও সব গুরুত্বপূর্ণ বিষয় যেমন ফোনের সেন্সর,ব্যাটারি ইত্যাদি সব চেক করে কিনবেন ?

এই সব কিছু চেক করার জন্য অনেক সফটওয়্যার হয়তো আছে তবে আমি আজ তাদের সেরাটা নিয়ে আলোচনা করবো আর তা হলো ঃ
CPU-Z.apk একটি সমস্যার কারনে লিংক দিতে পারলাম না ।

আপনারা Play Store এ পেয়ে যাবেন।

 যাই হোক এবার আসি মেন কথাই নিচের ধাপগুলো ফলো করুন।
এবার ওপেন করুন।
প্রথমেই দেখতে পারবেন আপনার মোবাইলের সব চেয়ে গুরুত্বপূর্ণ CPU এর সব তথ্য দেখুন।

তারপর পাবেন
আপনার মোবাইল সম্পকৃত সব তথ্য যেমন ব্যান্ড,মডেল ইত্যাদি।

এবার দেখতে পাবেন সিস্টেম এর তথ্য যেমন ভার্সন,এপিই লেভেল ইত্যাদি।

তারপর পাবেন ব্যাটারি সম্পকৃত তথ্য।

তারপর পাবেন Thermal সম্পকৃত

এরপর পাবেন গুরুত্বপূর্ণ সব সেন্সর সম্পর্কে ।
Read More

Tuesday, February 27, 2018

MX Player ব্যবহারকারীদের জন্য ৫টি নতুন Tricks যেগুলো আপনার অজানা

আপনাদের জন্য নতুন টিপস

আজকে আমি আপনাদের MX Player এর দারুন ৫ টি ট্রিক শেয়ার করব।
 এবং নতুন কিছু জানতে পারবেন।
তো চলুন দেখি MX Player সম্পর্কে সেই দারুন ৫টি ট্রিকঃ 
bangla tips

১। কিভাবে ভলিওম দীগুণ করবেন বা বাড়াবেন? .
 MX Player এর ভলিওম সর্বোচ্ছ ১৫ পর্যন্ত থাকে। আপনি চাইলে ভলিওম ৩০ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। 
এই জন্য প্রথমে আপনাকে MX Player এ ভিডিও play করতে হবে। ভিডিও প্লে হওয়ার পর অপুরের ডানসাইডে একটা মিউজিক এর মত আইকন আছে। 
সেখানে ক্লিক করুন। . 
ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে। এর মধ্যে সব লাস্তে একটা অপশন আছে “Use SW audio decoder” সেটা মার্ক করে দিবেন। এর পর দেখুন ভলিওম দীগুণ হয়ে গেছে। .

২। কিভাবে ডিসপ্লের স্টাইল/ কালার change করবেন? . আপনি চাইলে MX Player এর ডিসপ্লের কালার change করে নতুন কালার বা স্টাইল দিতে পারেন।
 এর জন্য প্রথমে আমরা একটি ভিডিও প্লে করব। এরপর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Display অপশন এ ক্লিক করব। . ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Settings এ ক্লিক করলে আপনি ইচ্ছা মত যে কালার চান সেটা change করতে পারবেন। 

৩। কিভাবে ভিডিও চলা অবস্তাই Display তে ডবল ক্লিক করার মাধ্যমে Play/pause করবেন? . এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর উপরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। . ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। . ক্লিক করার পর আমরা ৪ নাম্বার এ আর একটা অপশন দেখতে পাব Controls সেটাই ক্লিক করব। . Controls এ ক্লিক করার পর আরও অনেক অপশন আসবে। সেখান থেকে “Double tap (play/ pause)” মার্ক করে দিব এবং ওকে তে ক্লিক করব। এইবার আপনি ভিডিও তে ডবল ক্লিক করলে Play/pause হবে।


 ৪। ভিডিও গান Close করার পরও কিভাবে ব্যাকগ্রাউন্ড এ Audio গান শুনবেন? . এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর উপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। . ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। এবং দেখতে পাব “Background Play” নামে অপশন সেটাই মার্ক করে দেব। এখন আপনি ভিডিও গান close করার পরও audio গান শুনতে পাবেন।

 ৫। কিভাবে Mp3/Audio গান প্লে করবেন? . এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর উপরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Audio option এ ক্লিক করব। . Audio অপশন এ ক্লিক করার পর “Audio Player” অপশন এ মার্ক করে দেব। এইবার আপনে MX Player এ Mp3/ Audio গানও প্লে করতে পারবেন।. . . 
Read More

Friday, February 23, 2018

মোবাইল স্লো হয়ে যায় - মাঝে মাঝে হ্যাং হয়ে যায় - এখুনি সমাধান নিয়ে নিন।

আপনাদের মোবাইল স্লো কাজ করছে না
এখুনি নিয়ে নিন সমাধান।

আপনার এন্ড্রয়েড ফোন কি অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে। নিয়ে নিন সমাধান। ফোন অটোমেটিক স্লো হয়ে যাওয়ার সমাধান।
তো চলুন তাহলে শুরু করুন।
আমাদের সবার কাছ বেশ আর কম এন্ড্রয়েড মোবাইল আছে।
অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল অটোমেটিক স্লো অথবা হ্যাং হয়ে যায়, অথবা দেখা যায় যে মোবাইলের র‍্যাম অটোমেটিক use হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের মোবাইল বেশির ভাগ সময় স্লো থাকে। এটি এন্ড্রয়েড মোবাইল এর বিরাট একটি সমস্যা।আজকে আমি আপনাদেরকে এমন একটি Software এর সাথে পরিচয় করিয়ে দিবো, যার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
প্রথমে আপনারা নিচের Download Link থেকে Software টি Download করে নিন।
 

         Download Link
তারপর অন্যান্য Software এর মত এই Software টি আপনার মোবাইলে ইনস্টল করে নিন।
Software টি ইনস্টল হওয়ার পরে তা ওপেন করুন।
তাহলে নিচের মত দেখতে পাবেন।

এরপরে নিচের ছবিতে লাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন এবং ৩৭ এর জায়গায় ১০০ করে দিন।

এটি না করলেও চলে, কারণ Software টি নিজে নিজে কাজ করে।
তারপর apply করুন।
এইতো কাজ শেষ।
আশাকরি Software টি আপনাদের অনেক উপকারে আসবে।
উপকারে আসলে শেয়ার করবেন।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
Read More

Wednesday, February 21, 2018

আসল মোবাইল চেনার উপায় - আপনি যেকোনো মোবাইল চেক করে নিন - আসল ফোন নাকি নকল ফোন।

আমাদের মোবাইল আসল নাকি নকল চিনতে সমস্যা হয়
আজক দেখাবো কেমনে চিনবো
মোবাইল টি আসল নাকি নকল



Android System

মোবাইলে থেকে ডায়াল করুন 
*#০৬# 

Imei নাম্বার পাবেন। 
imei নাম্বারটি মনে রেখে 
এখানে  থেকে চেক করুন।
আপনার মোবাইলটি আসল হলে
ফোনটির সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন।
নকল হলে কোন তথ্য
আসবে না।

Iphone System

আসল আইফোনে SIRI নামক একটা ভার্চুয়াল এসিস্ট্যান্ট আছে যা নকল আইফোনে কখনোই থাকবেনা

https://checkcoverage.apple.com/ এখানে গিয়ে আইফোনের IMEI নম্বর টি ইনপুট করলেও অরিজিনাল আইফোনের ভেরিফিকেশন সম্ভব। ( যেকোন ফোন থেকে 
*#06# ডায়াল করলে IMEI নম্বর পাবেন, সেক্ষেত্রে আপনার আইফোন যদি ২টি IMEI নম্বর দেখায়, তাহলে সেটা ভুয়া আইফোন)

ডেটা অন করে iTUNES এ ঢুকার চেষ্টা করুন আইফোন থেকে, যদি কানেক্ট না হয়,  তাহলে আইফোন নকল।
Read More

বার কোড কি? বার কোডের সাহায্যে জেনে নিন পণ্য আসল নাকি নকল

বার কোড কি???


বার কোড হল
কোনো লেখাকে কোডে রুপান্তর করা আমার
চিপস,সাবান ও বিভিন্ন ধরনের পণ্যের পেছনে এসব
কোড দেখতে পাই যা আমরা বুঝব না কিন্তু এই
সফট্ওয়্যারটি সেগুলো বুঝবে সেখানে কি লেখা এই
সফটওয়্যারটির মাধ্যমে আপনি গোপন পত্র পাঠাতে
পারবেন।

তাহলে বুঝতেই পারছেন।
বার কোড কি। 
এন্ড কোথায় থাকে, 
বার কোড চ্যাক করবেন কেমনে
মোবাইল দিয়ে চলুন দেখে আসি কিভাবে করবেন।

প্রথমে প্লে ষ্টুর এ যান।
সার্চ দিন QR Barcode Reader
তারপর সফটওয়ার টা ডাউনলোড করে নিন

কোনো পণ্যের বার কোড চ্যাক করতে হলে
পণ্যের বার কোড এর কাছে বার কোড টা ওপেন করলেই দেখবেন।
পণ্যের  বিষয়ে আপনাকে সব জানিয়ে দিয়েছে
।।।

ডাউনলোড লিংক দিলাম।
ক্লিক করো এইখানে

Read More

Tuesday, February 20, 2018

কিভাবে ইমো নাম্বার বের করবেন। আসুন জেনে নেই।

আমাদের ইমো অনেকজনের ইমো আইডি আছে।
কিন্তু আমরা অনেকের নাম্বার জানি না।
আজ দেখাবো কিভাবে নাম্বার বের করবেন।
imo number view

প্রথমে আপনি ইমোতে যাবেন
তারপর যার নাম্বার টা বের করতে চান।
তার ইমো আইডি তে একটা মেসেজ দিন।
যেটা ইচ্ছে লিখে যাতে মেসেজ এর উওর দেয়।
মেসেজ করার পর তারপর ইমো আইডি টা ডিলিট করে দিন।
যখন মেসেজ এর উওর টা
দিবে।
তখন সাথে নাম্বার হ আসবে।।।

আপনাদের সুবিদার জন্য ভিডিও দিলাম।
দেখে নিন
https://youtu.be/HEdsNgUdlKg

যদি উপরের লিংক কাজ না করে
নিচের লেখাতে ক্লিক করো।


আমি শিখে যাবেন। কেমন ইমোর নাম্বার বের করতে হয়।।।


এখন যদি মেসেজ এর উওর না দেয়
তাহলে কি করবেন।
আপনি ত ইমো টা হারাবেন।।।
তাহলে চলুন দেখে আসি সমাধান

কিভাবে ইমো আইডি টা ফিরে পাবেন।
আপনি সেই ইমো আইডি টাকে গ্রুপ এ অথবা
নিজে আলাদা চ্যাট গ্রুপ খুলে।
এড করে রাখেন।।।

পরে আবার এড করে নিয়েন।
বুঝতে সমস্যা হলে জানাবেন।
Read More

Monday, February 19, 2018

ব্লক করবেন কিভাবে অন্যজনের নাম্বার। কি ভাবে ব্লক করতে হয়।

আমরা আজ শিখবো কিভাবে
মোবাইল নাম্বার ব্লক করতে হয়
যাতে কেও আমাদের বিরক্ত করতে না পারে।
আমি Oppo a37f দিয়ে দেখাইছি।
প্রথমে সেটিং এ যান

তারপর
এইখান থেকে Call এ যান।।।

তারপর এমন আসবে।
এখান থেকে Blacklist থেকে
যাকে ইচ্ছে ব্লক করতে পারবেন।
সেইখানে নাম্বার এড করলেই হবে।।।।

।।


যদি আপনাদের মোবাইলে এই অপশন টা
না থাকে তাহলে

প্লে ষ্টোর থেকে
ব্লক লিস্ট সফটওয়ার টা নামিয়ে নিবেন।
Read More

Sunday, February 18, 2018

মোবাইল এর ফ্রন্ট চেঞ্জ করবেন কিভাবে - যারা জানেনা শুধু তাদের জন্য। স্টাইলিশ লেখা।

আজ থেকে আপনার ফোনের লেখা স্টাইলিশ হয়ে যাবে।
যাইহুক
তাহলে শুরু করি।।।
আপনারা স্কীনসট গুলো ফলো করুন।।।

প্রথমে সেটিং এ যান।
না বুঝলে স্কীনসট দেখুন।
তারপর ডিভাইস এ যাও।
তারপর ফন্ড এ।

স্টাইল ফন্ট

এই খানে থেকে ফন্ট সিলেট করে নিন
yes ক্লিক করুন 
হয়ে গেলো আপনার ফোনে স্টাইলিশ ফন্ড।
কারো মোবাইলে যদি না থাকে এই অপশন টা।
তাহলে Play store থেকে
Stylish Font
নামে অনেক সফটওয়ার আছে
ভালো সফটওয়্যার দেখে একটা নামিয়ে নিবেন।

Read More

Wednesday, February 14, 2018

স্ক্রিনশট কিভাবে নিতে হয় দেখে নিন - How to take screnshot

কিভাবে সকল মোবাইলে Screenshot নিতে হয়।
এখনি দেখে নিন স্কীনশট এর নিয়ম।


অ্যান্ড্রয়েড-
বেশি ভাগ মোবাইলে স্কীনশট নেওয়ার
একি নিয়ম।  
Power button & Volume - button
এই দুই টা বাটন একসাথে চাপ দিয়ে ধরলেই
স্কীনশট হয়ে যাবে।
এই নিয়ম টা হচ্ছে  Android Phone এর জন্য।
আইফোন -
প্রথমে আপনার ফোনের হোম বাটন প্লেস করে স্লিপ বা পাওয়ার বাটন প্লেস করুন। সঠিক ভাবে প্রেস করা হলে দেখবেন আপনার স্ক্রিন ফ্ল্যাশ করে উঠবে এবং স্ক্রিনশট নেয়া হয়ে যাবে। এবার গ্যালারী যেয়ে রিসেন্ট ফটোতে গেলেই দেখবেন সেখানে সদ্য তোলা স্ক্রিনশট’টি আছে।

মাইক্রোসফট -
যাদের ফোন উইন্ডোজ ৮.১ দেয়া আছে তারা একই সাথে পাওয়ার এবং ভলিউম আপ বাটান প্রেস করে স্ক্রিনশট নিতে পারবেন।
এবং যাদের ফোন উইন্ডোজ ৮ আছে তারা ঠিক একই সাথে হোম বাটান ও পাওয়ার বাটান প্রেস করে নিতে পারবেন স্ক্রিনশট।

যদি কারো স্কীনশট নিতে সমস্যা হয় জানাবেন।
কমেন্ট করে।

এই পোস্ট টা বন্ধুদের সাথে শেয়ার করতে
F লেখাতে ক্লিক করুন।


Read More

Sunday, February 11, 2018

অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজনীয় কিছু কোড জানুন - যা আপনার অনেক কাজে আসবে

অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজনীয় কিছু কোড জানুনঃ-

১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য-
*#*#4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট-
*#*#0842#*#*
৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্-
*#12580*369#
৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090#
১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900#
১১.ক্যামেরার তথ্য জানতে-
*#*#34971539#*#*
১২.ফ্যাক্টরী হার্ড রিসেট-
*#*#7780#*#*
১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564#
১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#*
১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস-
*#*#232338#*#*
১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো-
*#*#232337#*#*
১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#*
১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#*
১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#*
২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*

আপনার বন্ধুদের সাথে ফেইজবুকে শেয়ার করতে
নিচে F লেখাতে ক্লিক করো।
Read More

Tuesday, February 6, 2018

আসুন জেনে নিই মোবাইল ফোনের এ্যারোপ্লেন মোড বা ফ্লাইট মোড কি,কেন এটি এত গুরুত্বপুর্ন এন্ড প্রয়োজনীয়

আপনারা ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন।আজকে কি নিয়ে আলোচনা করব।হ্যা বন্ধুরা সবার ফোন এই ওপশন টা আছে।কিন্তু অনেক এ এর ব্যবহার জানে আবার অনেকে জানে না।যারা জানে না তারা আজকে এই পোস্টটি দেখলেই বুঝতে পারবেন

?আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা সবাই ফোনে ফ্লাইট মোড বা এ্যারোপ্লেন মোড নামের অপশন দেখেছি। সেকালের নোকিয়া ১১০০ থেকে বর্তমানের গ্যালাক্সি এস ৭, আইফোন ১০ যাই বলেন না কেন সকল ফোনেই এই ফ্লাইট মোড থাকে। শুধু ফোন বা স্মার্টফোনেই নয় ল্যাপটপেও এ্যারোপ্লেন মোড অপশন থাকে। কিন্তু আপনি যানেন কি এই ফ্লাইট মোড / এ্যারোপ্লেন মোড কি? কেন এটি সকল ফোনে থাকে? আর এটি কেন এত গুরুত্বপুর্ন? যদি না জেনে থাকেন তাহলে আপনি সঠিক যায়গাতে এসেছেন। লিখাটি পড়তে থাকুন বিস্তারিত জানতে পারবেন।
?এ্যারোপ্লেন মোড বা ফ্লাইট মোড কি?
এ্যারোপ্লেন মোড এমন এক মোড যা ডিভাইস বন্ধ না করে শুধু মাত্র ডিভাইসের সকল ওয়্যারলেস ট্রান্সমিশন বন্ধ করে দেয়। আপনি মোবাইল ফোন বলেন আর ল্যাপটপ বলেন সকল ডিভাইসে ফ্লাইট মোড একই কাজ করে। এই মোড টি ওয়্যারলেস কানেকশনে ব্যবহিত হয় এমন সকল হার্ডওয়্যার বন্ধ করে দেয়। হার্ডওয়্যার গুলো হল,
?সেলুলারঃএই হার্ডওয়্যারটি বন্ধ হওয়ার ফলে ডিভাইসটি সেলফোন টাওয়ারের সাথে যোগাযোগ বন্ধ করে দিবে, যার ফলে ফোন থেকে কোন কল এবং এসএমএস আদান প্রদান করে যাবেনা।
?ওয়াইফাইঃএই হার্ডওয়্যারটি বন্ধ হলে ডিভাইসটি আসে পাশের ওয়াইফাই নেটওয়ার্ক খুজা বন্ধ করে দিবে। এমনকি আপনি এতিমদ্ধেই যদি কোন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকেন তাহলে সেটিও ডিসকানেক্ট হয়ে যাবে। তবে বর্তমানে প্রায় সকল স্মার্টফোনেই ওয়াইফাই বন্ধ হওয়ার পরেও তা পুনরায় চালু করা যায় এ্যারোপ্লেন মোড ডিজেবল না করেই।
?ব্লুটুথঃফ্লাইট মোড ব্লুটুথ হার্ডওয়্যারও বন্ধ করে দেয় যার ফলে আপনি অন্য কোন ডিভাইসে সাথে আপনার ডিভাইসের ফাইল শেয়ার করতে পারবেন না। এটিও বর্তমান স্মার্টফোনে এ্যারোপ্লেন মোড ডিজেবল না করেই অন করা যায়।
?জিপিএসঃএই মোডটি জিপিএস সার্ভিসও বন্ধ করে দেয় যার ফলে আপনি আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন না।
যখন আপনি আপনার ডিভাইসে এ্যারোপ্লেন মোড অন করবেন তখন আপনার ফোনের টপ বারে একটি এ্যারোপ্লেন / বিমানের চিহ্ন দেখতে পাবেন যার দ্বারা নিশ্চিত হতে পারবেন যে ফ্লাইট মোড অন হয়েছে।
?এ্যারোপ্লেন মোড কেন গুরুত্বপুর্ন
এ্যারোপ্লেন মোড মুলত বিমান যাত্রার জন্য তৈরি করা হয়েছে। কারন আমাদের টেকনোলোজি অনেক উন্নত হলেও এখনো এর অনেক বাধা ধরা আছে যার উধাহরন স্বরুপ এই বিমান যাত্রার কথাই বলা যায়। আমাদের ফোন সবসময় সেলুলার টাওয়ার খুজে বেড়ায় এবং বিভিন্ন টাওয়ারের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। কিন্তু যখন আপনি বিমানে যাত্রা করবেন তা ভুমি থেকে অনেক উচুতে থাকবে এবং তখন আপনার ফোন / ট্যাবলেট নেটওয়ার্ক খুজে না পাওয়ার ফলে সিগন্যাল বুস্ট করতে থাকবে এবং কোন টাওয়ারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে।

অপর দিকে বিমানে সর্বদা ওয়্যারলেস কমিউনিকেশন করতে থাকে এবং ভুমিতে থাকা ফ্লাইট কন্ট্রলার বিমানে নির্দেশনা পাঠায় যেন প্লেনটি কোন রকম দুর্ঘটনায় না পরে এবং সঠিক ভাবে গন্তব্যে পোছাতে পারে। কিন্তু যখন আপনার ফোন নেটওয়ার্ক পাওয়ার জন্য সিগন্যাল পাঠাবে তখন সেটি বিমানের নেটওয়ার্ক কমিউনিকেশনে বিঘ্ন ঘটাতে পারে যার ফলে বিমান দুর্ঘটনায় পরতে পারে। এছাড়াও বিমানে অনেক সেন্সর থাকে যেগুলো ওয়্যারলেস ট্রান্সমিশনের ফলে সমস্যায় পরতে পারে, যার ফলে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস বন্ধ হয়ে যায়। এ কারনেই হয়ত এই মোডটির নাম এ্যারোপ্লেন মোড বা ফ্লাইট মোড দেয়া হয়েছে।
বর্তমানে টেকনোলোজি খুব দ্রুত অগ্রসর হচ্ছে যার ফলে বর্তমানে অনেক বিমানে ওয়াইফাই, ব্লুটুথ অন রাখলেও কোন সমস্যা হয়না, সেকারনেই বর্তমানে বেশিরভাগ ডিভাইসে ফ্লাইট মোড অন থাকার পরেও ওয়াইফাই , ব্লুটুথ মেনুয়ালি অন করা যায়। আশা করা যায় খুব শিগ্রই বিমানে সেলুলার নেটওয়ার্কও ব্যবহার করা যাবে।
?পাওয়ার সেভিংএ এ্যারোপ্লেন মোড
আপনি যদি বিমানে যাত্রা নাও করেন তাও আপনি এই মোডের মাদ্ধমে ফোনের ব্যাটারি পাওয়ার সেভিং করতে পারবেন। যেহেতু সেলুলার নেটওয়ার্ক, ওয়াইফাই, জিপিএস অনেক ব্যাটারি ব্যবহার করে সেহেতু এ্যারোপ্লেন মোড অন করে ব্যাটারি স্তায়িত্ব বৃদ্ধি করতে পারেন।
শেষ কথাঃএ্যারোপ্লেন মোড বলেন আর ফ্লাইট মোড বলে দুটি একই কথা কোন ডিভাইসে এ্যারোপ্লেন মোড লিখা থাকে আবার কোন ডিভাইসে ফ্লাইট মোড লিখা থাকে। তবে নাম যেটি হোক এই মোড অপ্রয়জনীয় কোন কারনে দেয়া হয়নি, আশা করি সবাই এর গুরুত্ব বুঝতে পারছেন। অনেকে এটি প্রয়জনীয় মনে করে বিমান যাত্রায় অন করেন না, আবার অনেকেই অন করতে ভুলে জান। আপনার এই সামান্য ভুলের কারনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং আপনার ভুলের মাশুল স্বরুপ শেষ হয়ে যেতে পারে অনেক মুল্যবান জীবন। সুতরাং সবার উচিৎ এই মোডটির সঠিক ব্যবহার নিশ্চিত করা।
Read More

আপনাকে সবাই মোবাইলের বস মানবে এখনি দেখে নিন।



১) আপনার মোবাইলটি  কাজ করছে না আপনি আপনার এন্ড্রয়েড ফোনটি রি-স্টার্ট করুন। এতে আপনার ফ্রিজ হয়ে যাওয়া ফোন ঠিক হতে পারে।
২। আমার স্মার্ট ফোন এর ওয়াই-ফাই কানেক্ট হয় না
এই পদ্ধতি আপনার সমস্যার সমাধান করবে। আপনি আপনার এন্ড্রয়েড ফোন এ wi-fi > Settings > Menu > Advance এবং stay connected সিলেক্ট করুন। রেঞ্জ এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাবে।
৩। মেমরিতে পর্যাপ্ত কাজ করা যায় না
এটি এন্ড্রয়েড এর একটি গুরুত্তপুর্ন সমস্যা। বিভিন্ন কেস (cache) ফাইল ও অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের মেমরির স্পেস কমিয়ে ফেলে। আপনি “কেস ক্লিনার” বা “ক্লিন মাস্টার” নামক এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ফোন ক্লিন করতে পারবেন।
সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস: অ্যান্ড্রয়েড মোবাইল ক্লিনার অ্যাপ
এতে আপনার ফোন এর মেমরি স্পেস কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি আপনার ফোন মেমরিতে ইন্সটল করা অ্যাপ গুলি এক্সটার্নাল মেমরি কার্ড এ ট্রান্সফার করে মেমরি স্পেস বৃদ্ধি করতে পারেন।
৪। আমার এসডি কার্ড পাচ্ছে না
এসডি কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন।
৫। সুর্য্যের আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয়
আপনি ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন। অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন।
৬। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব?
আপনি Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন।
৭। ফোনের স্ক্রিন ভেঙ্গে গেছে!! আমি কি নতুন ফোন কিনব?
ভাঙ্গা স্ক্রিন পরিবর্তন করে ঠিক করা যায়। বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে অথবা অনলাইন শপ এ আপনার ফোনের স্ক্রিন খুজে দেখুন। নতুবা একটি নতুন ফোন কিনুন।
৮। পাসওয়ার্ড সুরক্ষিত রাখা
আপনি Settings > Security > Set up screen lock এবং প্যাটার্ন সিলেক্ট করে আপনার প্যাটার্ন প্রবেশ করান। প্যাটার্ন লক অন্যান্য পাসওয়ার্ড থেকে দ্রুত ও সিকিউর।
৯। আমার লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখাচ্ছে না
আপনি Settings > Location এ Use GPS satellites সিলেক্ট করুন। এতে আপনাকে সঠিক ন্যাভিগেটিং প্রদান করবে।
১০। কিভাবে আমার এন্ড্রয়েড ফোন এর সকল তথ্য ডিলিট করব
আপনি Settings > SD & Phone Storege > Factory Data Restore এ প্রবেশ করুন। অবশ্যই, এর আগে আপনার প্রয়োজনীয় ডাটা সংরক্ষন করে নিন। কারন এর ফরম্যাট দ্বারা ফোনের সকল কিছু ডিলিট করা হয়।
১১। আমার ফোনটি পানিতে পরে গেছে
খুব দ্রুত ফোনের ব্যাটারি খুলে ফেলুন এবং ফোনের সকল পার্টস খুলে ফেলুন। প্রায় ৭২ ঘন্টা ফোনটি শুষ্ক স্থানে রাখুন। এরপর আপনার ফোনটি চালু করুন। এতে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে।
১২। আমার এন্ড্রয়েড স্মার্ট ফোনের লিখা বড় করতে পারব?
মেসেজ সেটিং এ প্রবেশ করে Set test size অপশন এ গিয়ে লিখার সাইজ বড় করে দিন।
১৩। আমি কি এন্ড্রয়েড এপস অটোমেটিক্যালি আপডেট করতে পারব?
আপনি Google Play > Menu > My Apps এ প্রবেশ করে অ্যাপ সিলেক্ট করে অপশন থেকে অটো আপডেট চালু করে দিন।
১৫। কিভাবে আমি স্ক্রিনশট নিব?
কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক কী ও হোম বাটন একত্রে প্রেস করলে স্ক্রিন ক্যাপচার হয়। সকল স্মার্ট ফোনের জন্য এই পদ্ধতিটি নয়।
১৬। কিছু অ্যাপস এসডি কার্ড এ ইন্সটল হয় না
আপনি আপনার অ্যাপস গুলো ব্যবহৃত এসডি কার্ড এ ট্রান্সফার করতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপটি ইন্সটল করার পর Settings > Manage Applications এ গিয়ে ফোন মেমরি থেকে এসডি কার্ড এ স্থানান্তর করতে হবে।
১৭। কিভাবে আমার ফোনের ভাষা পরিবর্তন করব?
আপনি Settings > Language & Keyboard এ গিয়ে আপনার ভাষাটি সিলেক্ট করুন।
১৮। আমি কি আমার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারব?
হ্যাঁ, আপনি আপনার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারবেন। এর জন্য রুটিং ডিভাইস এর প্রয়োজন এবং রুট আন-ইন্সটলার নামে একটি অ্যাপ ডাউনলোড করুন।
এর সাহায্যে আপনি ফোনের বিভিন্ন অ্যাপস আন-ইন্সটল করতে পারবেন এবং মেমরি স্পেস বৃদ্ধি করতে পারবেন।
১৯। আমি কি এন্ড্রয়েড ফোনের স্পীড বাড়াতে পারব?
এর জন্যে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেমন- সেট সিপিইউ। যা প্রসেসর এর অভারলকিং দূর করে স্পীড বৃদ্ধি করে। এটি প্রসেসর কে স্লো করে মেমরি সেভ করে।
এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। নয়ত, প্রসেসর এর ম্যাক্সিমাম স্পীড এর পাশাপাশি আপনার ফোনের প্রসেসর ড্যামেজ হয়ে যেতে পারে।
২০। আমার ফোন ব্যাকআপ করার সঠিক পদ্ধতি কি?
এন্ড্রয়েড ফোন ব্যাকআপ এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। Titanium Backup PRO হল সব
চেয়ে উত্তম পন্থা। এর সাহায্যে আপনি এন্ড্রয়েড ফোনের সবকিছু ব্যাকআপ করতে পারবেন। এই ব্যাকআপ ফাইল আপনার ই-মেইল অথবা ড্রপবক্স এ সংরক্ষন করতে পারবেন।
২১। কিভাবে আমি আমার ফোনে ভাইরাস এটাক প্রতিরোধ করব?
আপনি যেকোনো অ্যান্টি-ভাইরাস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যেমন- ক্যাস্পারস্কি মোবাইল সিকিউরিটি অথবা এভিজি যা আপনার ফোনে ভাইরাস আক্রমন থেকে সঠিক নিরাপত্তা প্রদান করবে।
২২। আমার ফোনের সাউন্ড খুবই কম
যদি আপনার ফোনের সাউন্ড খুব কম থাকে, তবে আপনি এন্ড্রয়েড মার্কেট থেকে AudioBoost নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এটি আপনার ফোনের সাউন্ড ৩০% বৃদ্ধি করবে।
২৩। লাইভ ওয়ালপেপার এর কারনে ব্যাটারির চার্জ নস্ট হয়
এর সহজ সমাধান হল আপনি স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন।
২৪। ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না
ফোনের সময় অটোমেটিক না হওয়ার কারনে সময় ঠিক থাকে না। যদি নেটওয়ার্ক ক্লক স্লো হয়, তবে ফোনের সময় স্লো হবে। এর জন্য Settings > Date & Time > Automatic সিলেক্ট করে দিন। এতে নেটওয়ার্কের সাথে সময় ঠিক হয়ে যাবে।
২৫। আমি কি অপ্রয়োজনিয় কল ব্লক করতে পারব?
যদি আপনার ফোনের নেটওয়ার্ক এই সুবিধা প্রদান না করে তবে আপনি Extrem Call Blocker Droid ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ইনকামিং কল ব্লক করতে পারে কিন্তু এটি সস্থা নয়। এছাড়াও আপনি কল ব্লক এর অন্যান্য অ্যাপস ব্যবহার করতে পারেন।
২৬। আমার ফোন মাঝে মাঝে স্লো করে। এর জন্য কোন টুলস বা সাহায্য রয়েছে??
আপনার ফোন ফাস্ট করতে সকল অপ্রয়োজনিয় অ্যাপস এবং ডাটা রিমুভ করে ফেলুন। এছাড়াও আপনি System Tyner Pro ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। এটি আপনার ফোনের বিভিন্ন টাস্ক ও অযাচিত ফাইল রিমুভ করে ফোনের সর্বাধিক পারফোমেন্স বৃদ্ধি করে।
২৭। আমার ফোন চুরি হয়ে গেছে। আমি কি এটি ট্র্যাক করতে পারব??
আপনি একটি থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করে আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন। PhoneLocator Pro এর দ্বারা জিপিএস এর মাধ্যমে ফোন ট্র্যাক করা সম্ভব হয়।
২৮। কেন আই-টিউন্স এন্ড্রয়েড ডিভাইস এ ব্যবহার করা যায় না?
আই-টিউন্স শুধুমাত্র অ্যাপল এর ডিভাইস এর জন্য তৈরি করা হয়েছে। আপনার এন্ড্রয়েড ডিভাইস এ ফিজিক্যাল কানেকশন রয়েছে, তাই আই-টিউন্স এর প্রয়োজন নেই।
২৯। আমি কিভাবে ফোন ফ্রিজিং অবস্থায় অ্যাপ ক্লোজ করব??
এর জন্যে আপনি Settings > Application > Maneg applicatios এ গিয়ে যেই অ্যাপটি ক্লোজ করতে চান, সেটি সিলেক্ট করে Force Stop এ ট্যাপ করুন। যদি অ্যাপটি কোন মিসবিহেভ করে তবে আন-ইন্সটল করে আবার ইন্সটল করুন।
৩০। আমি কি খুব দ্রুত রানিং অ্যাপস ক্লোজ করতে পারব??
আপনি ডিফল্ট টাস্ক ম্যানেজার এন্ড্রয়েড ব্যবহার করে রানিং অ্যাপস ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাপস এর সকল ম্যানেজমেন্ট এর কাজ করতে পারবেন।
৩১। আমি যে ওয়ার্ড গুলো ব্যবহার করতে চাই অটোকারেক্ট কেন তা জানে না?
অটো কারেক্ট সকল ওয়ার্ড জানে না। কিন্তু আপনি ডিকশনারি তে ওয়ার্ড খুব সহযেই যুক্ত পারবেন। যখন আপনি টাইপ করবেন, তখন + চিহ্ন দেখতে পারবেন তাতে ট্যাপ করুন। এতে টাইপকৃত ওয়ার্ড ডিকশনারী তে যুক্ত হয়ে যাবে।
৩২। কী-বোর্ড পরিবর্তন করা
আপনি ১২৩ প্রেস করে হোল্ড করে রাখুন, এতে আপনি আপনার ফোনে ইন্সটল করা কীবোর্ড এর লিস্ট দেখতে পারবেন। সেখান থেকে একটি সিলেক্ট করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।
৩৩। ফোন চার্জ দেওয়ার সময় স্ক্রিন অফ হয়ে যায় কেন?
আপনি Settings > Application > Development এ গিয়ে Stay awake সিলেক্ট করে দিন। এতে চার্জিং এর সময় স্ক্রিন চালু থাকবে।
৩৪। আমি ক্রয় করা অ্যাপ পুনরায় ইন্সটল করতে পারব?
আপনি গুগল প্লে থেকে ক্রয়কৃত অ্যাপটি পুনরায় ইন্সটল করতে পারবেন। আপনি My Market Account এ প্রবেশ করুন। সেখান থেকে আপনি ক্রয়কৃত অ্যাপটি সিলেক্ট করে ইন্সটল করুন।
গুগল প্লে পুনরায় ইন্সটল এর জন্যে কোন চার্জ দাবি করবে না।
৩৫। আমার এন্ড্রয়েড ফোনটি লেটেস্ট ভার্সন কিনা কিভাবে কা জানতে পারব???
আপনি Settings> About Phone > System software updates > Check now এ ক্লিক করুন। যদি কোন নতুন আপডেট থাকে বা আপডেট আপনার ফোনে ইন্সটল করা রয়েছে তবে তা আপনাকে নোটিশ প্রদান করবে।
Read More

Monday, February 5, 2018

ফেইজবুক আইডি নষ্ট হবে না - ফেইজবুকের আইডি সমস্যা কেন হয়।





এই নিয়ম গুলো মেনে
চলতে পারলে আইডি নষ্ট হওয়ার
সম্ভাবনা খুবই কম। অর্থাত্, আইডি স্থায়ী।
১। আইডির বয়সের তুলনায় লিস্টে অতিরিক্ত ফ্রেন্ড অ্যাড করা।
২। অন্যের নাম কপি করে নিজের
প্রোফাইলে সেট করা।
৩। একজনের টাইমলাইনে একই পোস্ট বারবার করা।
৪। একই লেখা কপি করে অনেকের ইনবক্সে ম্যাসেজ করা।
ম্যাসেজে অতিরিক্ত লিংক শেয়ার
করা।
৫। একদিনে অনেককে পোক দেয়া।

৬। আইডিতে ইমেইল সেট না করা।

৭। প্রোফাইলের নাম, এবং অন্যান্য ইনফরমেশন বারবার পরিবর্তন করা।

৮। একদিনে একশ'র (১০০) বেশি ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো। একই সময়ে ২০ জনের
অধিক রিকুয়েষ্ট পাঠালে এবং তারা এক্সেপ্ট না করলে সাময়িকভাবে ব্লক হতে পারে।

৯। জন্মতারিখ, লিঙ্গ পরিবর্তন
করা। জন্মতারিখ এবং লিঙ্গ পরিবর্তন করা আইডি Disable হওয়ার সম্ভাবনা বেশি।

১০। আইডিতে অধিক রিপোর্ট হওয়া। তন্মধ্যে Harassing রিপোর্ট বেশি কার্যকর।


শুধু মাত্র ফটো ভেরিফিকেশান সমস্যা হলে আমার সাথে  যোগাযোগ করুন।
Read More