Sunday, July 1, 2018

দাঁত সাদা করার উপায় - সুন্দর ও ঝকঝক দাঁত পাওয়ার উপায়।



সুন্দর ও ঝকঝকে দাগমুক্ত দাঁত পেতে চাইলে দিনে দুইবার দাঁত ব্রাশ করার পাশাপাশি প্রয়োজন বিশেষ যত্নের। ডেন্টিস্টের কাছে না গিয়েও দাঁত সাদা ঝকঝকে করে তোলা সম্ভব। ঘরেই বিশেষ যত্ন নিয়ে দাঁতের হলুদ ভাব দূর করে ফেলা যায় সহজেই। আর দাঁতের হলুদ ভাব দূর করতে সহায়তা করবে লেবুর রস। জেনে নিন দাঁতের হলদে ভাব দূর করার প্রক্রিয়াটি।



একটি কাপে লেবুর রস চিপে নিন। এরপর সেটাতে কিছু পানি মিশিয়ে নিন।

দাঁত ব্রাশ করার পর লেবুর রস মেশানো পানি দাঁতে লাগিয়ে আঙ্গুল দিয়ে ঘষে কুলি করে নিন।

এভাবে কয়েকবার করলেই মধ্যেই দাঁত হয়ে যাবে ঝকঝকে সাদা।

এছাড়াও লেবুর খোসা অথবা লেবুর খোসার শুকনো গুড়া দিয়ে দাঁত ঘষে নিতে পারেন।

কুলি করার সময় ঠান্ডা পানি দিয়ে করলে ভালো ফলাফল পাওয়া যায়।

সাবধানতা - লেবু দিয়ে দাঁত পরিষ্কার কিন্তু প্রতিদিন বা নিয়মিত করা যাবে না। এই প্রক্রিয়ায় চট জলদি দাঁত সাদা করা যায় ঠিকই। কিন্তু প্রতিনিয়ত করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই সাবধান থাকবেন। 
Read More

হাতের নখ সুন্দর করার উপায় - পায়ের নখ সাদা করার উপায়


হাতের এন্ড পায়ের নখ সুন্দর করার উপায়

লেবুর রসের ব্যবহার


লেবুর রস খুবই সিম্পল, প্লেইন  একটি উপাদান,  যা নখ সাদা করতে সাহায্য করে। 


একটি মাঝারি বাটি নিন। এতে এক কাপ লেবুর রস ও এক কাপ জল এক সঙ্গে মেশান। এবার এই মিশ্রনে হাতের নখ বা পায়ের নখ প্রায় ১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। আরও কার্যকরী ফল পেতে এক ফালি লেবু্ কেটে আপনার নখের উপর ঘষতে পারেন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি সপ্তাহে ২ বার পুনরাবৃত্তি করুন।
দেখবেন ১ মাসের ভিতর আপনার নখ সুন্দর হয়ে উঠবে।


বেকিং সোডার ব্যবহার

বেকিং সোডার মধ্যে একটি প্রাকৃতিক ভাবে ব্লিচিং করার গুন রয়েছে। 


একটি বাটিতে এক চামচ বেকিং সোডা ও সম পরিমাণ জল মিশ্রিত করুন। তারপর ৩০ মিনিটের জন্য এই মিশ্রনের মধ্যে আপনার নখ ডুবিয়ে রাখুন এবং সঙ্গে সঙ্গে মিশ্রণটি দিয়ে নখ ঘষুন। পরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
দেখবেন ১ মাসের ভিতর আপনার নখ সুন্দর হয়ে উঠবে।


টুথপেস্টের ব্যবহার  

টুথপেস্ট আমাদের দাঁতের গাঢ় দাগ দূর করতে সাহায্য করে। অতএব, হলুদ নখ যদি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা হয় তাহলে তাও জাদু মতো কাজ করতে পারে।


একটি টুথব্রাশে আপনার ডেইলি ব্যবহৃত টুথপেস্ট জেলটি নিয়ে নখের উপর খুব ভালো করে ৫ মিনিট ঘষুন। শেষে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। একদিন অন্তর অন্তর এই পদ্ধতিটি অনুসরণ করুন।
দেখবেন ১ মাসের ভিতর আপনার নখ সুন্দর হয়ে উঠবে।


বেকিং পাউডার এবং লেবুর রসের ব্যবহার

এই দুটি প্রাকৃতিক ব্লিচিং এর মিশ্রন নিখুঁত ভাবে নখ সাদা করতে সাহায্য করে।


একটি বাটিতে ১ চামচ বেকিং পাউডার ও ১ চামচ লেবুর রস মেশান। এবার একটি তুলোর বল নিন। বলটি মিশ্রনের মধ্যে ডিপ করুন এবং আপনার নখ এ এটি প্রয়োগ করুন। ১০  মিনিটের জন্য রেখে দিন এবং পরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।



এই পদ্ধতিগুলি অনুসরণ করে দেখুন প্রাকৃতিক উপায়ে আপনার হাতের ও পায়ের নখ সাদা ও উজ্জ্বল হবে।
Read More