Friday, February 23, 2018

কম্পিউটার ভালো রাখার উপায় - কম্পিউটার কে ভালো রাখার জন্য এই কাজটি জরুরী।

আপনার কম্পিউটার ভালো ও ফাস্ট রাখার জন্য অবশ্যই কিছু কাজ করা জরুরী।

কম্পিউটার ভালো থাকবেই

যা দ্বারা আপনার কম্পিউটার সব ধরনের  ভাইরাস মুক্তি পাবে ।

যেমনঃ-
১.ভালোমানের এন্টিভাইরাস লাগাতে হবে।(যেমনঃউইন সিকরো,কেসপাই)
২.কম্পিউটার ওপেন করার পর কিছুসময় হাত দিয়ে Refresh করতে হবে।
৩.কম্পিউটার এর Start মেনুতে গিয়ে Run বক্সে %Temp%,Temp,Recent লিখে এন্টার দিবেন।এবং এখানে যা আসবে সব ডিলিট করে দিবে।
৪.বেশি বেশি মেমুরী,পেনডাইভ বা USB Cable এর মাধমে মোবাইল লাগানো খেকে সবসময় বিরত থাকতে হবে।
#বিঃদ্রঃ-আমাদের ব্লগের লেখাটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে Comment ও শেয়ার করতে ভুলবেন না।
আর আপনাদের Computer এর কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই Comment করবেন।
যথাসাধ্য আমরা উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন।

যদি আপনার উপকারে আসে শেয়ার করতে ভুলবেন না।


EmoticonEmoticon