Tuesday, February 6, 2018

জেনে নেয় ক্যামেরার ISO কি।


অামরা জানি সচরাচর ISO হচ্ছে International Organization for Standardization। কিন্তু ক্যামেরায় ব্যবহৃত ISO হল ফিল্ম বা সেন্সরের আলোক সংবেদনশীলতা। একটি মান সম্মত নিখুঁত ছবি তুলতে হলে ক্যামেরায় যে তিনটি ফ্যাক্টরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা হল:
১) অ্যাপারচার (F)
২) শাটার স্পীড
৩) ইমেজ সেন্সরের sensitivity(সংবেদনশীলতা) ISO
ISO একটি সাংখ্যিক স্কেল যেটার সাহায্যে আলোর সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন- ৪০০ ISO তে তোলা ছবি ২০০ ISO তে তোলা ছবি অপেক্ষা দিগুণ উজ্জ্বল হবে। মূলত: বিষয়বস্তুর উপর আপতিত আলোর উপর ভিত্তি করে প্রয়োজনীয় ISO এর মান সেট করতে হয়। বিষয়বস্তু অধিক উজ্জ্বল হলে সেখানে কম ISO এবং বিষয়বস্তু কম উজ্জ্বল হলে সেখানে বেশী ISO সেট করতে হয়। অধিক ISO তে তোলা ছবির নয়েজ (noise) বেড়ে যায়। তবে বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার কারণে সেটি আধুনিক ক্যামেরাগুলিতে অনেকাংশেই কমে এসেছে।


EmoticonEmoticon